• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৪, ১৯:৫৩ অপরাহ্ণ
কলাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

তানজিল জামান জয়, কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় আইনের শাসন প্রতিষ্ঠা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন নির্যাতিত ভুক্তভোগী পরিবারেরা। শনিবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ওই গ্রামের শত শত নারী-পুরুষ অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন বক্তব্য রাখেন, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইব্রাহীম খলিল, তুলাতলী জামে মসজিদের ইমাম ফরিদ উদ্দিন, ভুক্তভোগী ঈসা খান ভূট্ট, লামিয়া বেগম, জোহরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ভূমিদস্যু জালিয়াতি চক্রের দুলাল হাওলাদার, নজরুল হাওলাদার, ইমরান, হাসান, জসিম সহ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।