• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে জেলের বসতঘর পুড়ে ছাই

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪, ১৭:২৯ অপরাহ্ণ
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে জেলের বসতঘর পুড়ে ছাই

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে মো. মইনুল আকন নামে এক জেলের বসতঘর আগুনে পড়ে গেছে। এতে ঘরসহ মজুদ রাখা ধান, চাল ও মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মইনুল আকল জানান, সে ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের বারান্দায় আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিয়ে ঘরের বাইরে বের হয়ে যান। মুহূর্তের মধ্যেই চোখের সামনে আগুনে পুরো ঘরটি পুড়ে যায়। তার ঘরে নিজেদের মালামাল ছাড়াও তার বাবা-মা ও বোনের ঘরের মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। তবে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছে না তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, তারা আগুন লাগার বিষয়টি জানেন না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।