• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা সচেতনতায় ‘গাল্লিবয়’র গান

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১৫:৫২ অপরাহ্ণ
করোনা সচেতনতায় ‘গাল্লিবয়’র গান

বিডি ক্রাইম ডেস্ক॥ মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক গান নিয়ে হাজির হলেন ‘গাল্লিবয়’খ্যাত আলোচিত গানের জুটি তবীব মাহমুদ ও পথশিশু রানা মৃধা। গানের শিরোনাম ‘অ্যাবাউট করোনা’। সম্প্রতি তবীব মাহমুদের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে গানটির মিউজিক ভিডিও আপলোড করা হয়। প্রশ্ন-উত্তরের মাধ্যমে গানটির কথায় তুলে ধরা হয়েছে করোনা প্রতিরোধের পদ্ধতিগুলো।

 

বরাবরের মতোই এবারও গানের কথা লিখেছেন তবীব। আর কণ্ঠ দিয়েছেন আলোচিত এই গানের জুটি। শেষ দিকে যুক্ত হয়েছে আরও দুটি কণ্ঠ। তারা হলেন শুভ্র রাহা ও একে হাসান। গানের শুরুতে গাল্লিবয় রানা মৃধাকে প্রশ্ন করে তবীব বলেন, ‘একটি রোগের নাম ভাইরাস করোনা, এই ব্যাপারে কী তোর আছে কোনো ধারণা?’ প্রত্যুত্তরে রানা বলেন, ‘জানি না, আমি ভাই এত কিছু বুঝি না।’

 

গানটি নিয়ে তবীবের ভাষ্য, ‘এটিকে গান নয়, একটি সচেতনবার্তা হিসেবে দেখে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি।’

উল্লেখ্য, রাজধানীর কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা পথশিশু রানাকে নিয়ে প্রথম ‘গাল্লিবয়’ নামে একটি র‌্যাপ সংগীত নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদ। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গানটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন