• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা রোধে বন্ধ হচ্ছে সকল স্থানীয় পত্রিকা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১৩:১৮ অপরাহ্ণ
করোনা রোধে বন্ধ হচ্ছে সকল স্থানীয় পত্রিকা

বিডি ক্রাইম ডেস্ক ॥ নভেল করোনাভাইরাস বাংলাদেশে বিস্তার রোধে সিলেটের সকল স্থানীয় পত্রিকার প্রকাশনা বৃহস্পতিবার থেকে আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন দৈনিকগুলোর সম্পাদকরা। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, করোনাভাইরাস বাংলাদেশে বিস্তার রোধে, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমূহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এতে আরও বলা হয়, এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।