• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা রোগীকে ভর্তি-চিকিৎসা দেয়ায় বিক্ষোভ-ভাঙচুর

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ১১:১৩ পূর্বাহ্ণ
করোনা রোগীকে ভর্তি-চিকিৎসা দেয়ায় বিক্ষোভ-ভাঙচুর

বিডি ক্রাইম ডেস্ক॥ রাজধানীর উত্তরায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে ভর্তি ও চিকিৎসা সেবা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ সময় ভাঙচুর, হাতাহাতি ও হট্টগোল সৃষ্টির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একজনকে আটক করে র‌্যাব।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, করোনা আক্রান্ত রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দেওয়ার প্রতিবাদে কয়েকশ মানুষ রাস্তায় অবস্থান নিয়ে মিছিল বের করে। পরে মিছিলটি উত্তরা পশ্চিম থানায় অবস্থিত একটি হাসপাতালে সামনে যায়। এ সময় মিছিলকারীরা মূল গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হাসপাতালের কর্মীদের বাধার মুখে পড়ে।

এরই একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় বাসিন্দা তথা মিছিলকারীদের বাকবিতণ্ডার পর হাতাহাতি ও হট্টগোল বাধে। এ সময় মিছিলকারীরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনার খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও মিছিলকারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং কল্যাণ সমিতির নেতাদের বাকবিতণ্ডা এবং পরে কয়েক দফা সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাত সোয়া ৯টার দিকে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দর সঙ্গে হাসপাতালের ভেতর বৈঠক করেন।

পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, সেক্টরবাসীরা আমরা এখানে করোনাভাইরাসের রোগীর ভর্তি কিংবা চিকিৎসা সেবা নিতে দিব না। আমরা উত্তরাবাসিরা খুব আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে গণমাধ্যমকে ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা জানান, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকেকরোনাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসা করার জন্য ৫টি হাসপাতাল অনুমতি নিয়েছিল। এর মধ্যে এই হাসপাতাল রয়েছে। আমরা তাদের কাগজপত্র দেখেছি। আমরা হাসপাতাল বন্ধ করতে পারি না।

 

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন