• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা: যুক্তরাজ্য থেকে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০, ১৫:১৩ অপরাহ্ণ
করোনা: যুক্তরাজ্য থেকে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে হবে।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুশাসন দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ‘লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।’

ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। হোটেলে কোয়ারেন্টাইনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে।’

কখন থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশটির সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনো যোগাযোগ বন্ধ করেনি।