• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা মোকাবিলায় ১০ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৭, ২০২০, ১৬:৩১ অপরাহ্ণ
করোনা মোকাবিলায় ১০ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

বিডি ক্রাইম ডেস্ক॥ করোনা মহামারী মোকাবিলায় বাংলাদেশকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিচ্ছে জাপান। সহায়তার এ অর্থ দিয়ে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে। গতকাল ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থসামাজিক উন্নয়নসংক্রান্ত জাপানের অনুদান বিষয়ে সরকারের সঙ্গে গতকাল প্রয়োজনীয় নথি স্বাক্ষরিত হয়। এতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং ঢাকায় নিযুক্ত জাপানের দূত ইতো নাওকি স্বাক্ষর করেন। জাপান থেকে পাওয়া সহায়তার অর্থ দিয়ে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, সিটি স্ক্যানার, এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরঞ্জাম কেনা হবে।

কোভিড মোকাবিলায় এখন পর্যন্ত জাপান বাংলাদেশকে ১২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।