• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা প্রতিরোধে যাদের পরতে হবে পিপিই

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ
করোনা প্রতিরোধে যাদের পরতে হবে পিপিই

বিডিক্রাইম ডেস্ক॥ পিপিই-র পুরো সেট (গ্লাভস, গাউন, মাস্ক, গগলস ইত্যাদি) পরতে হবে শুধুমাত্র করোনা রোগীর অথবা রোগের উপসর্গ যার আছে, তার সংস্পর্শে আসার ঠিক আগ মুহূর্তে এবং ব্যবহারের পরপরই বিশেষ ডিসপোজাল বিনে ফেলে দিতে হবে। প্রতিটি সেট পিপিই একবার ব্যবহার করার জন্য।

 

একজন রোগীর কাছে যদি দুইবার যান, তবে দুই সেট পিপিই ব্যবহার করতে হবে। পিপিই পরে এদিক-ওদিক ঘোরাফেরা করা বারণ! তাহলে পিপিই-র মাধ্যমেই ভাইরাসের বিস্তার ঘটবে নিশ্চিন্তে!

সাধারণভাবে ফুল পিপিই গায়ে চড়িয়ে অফিসে যাওয়া-আসা করা মেডিকেল পিপিই-র উদ্দেশ্য নয়। একটি মাস্ক বা গ্লাভস দুইবার ব্যবহার করাও বারণ! তাতে কাজের চেয়ে অকাজ হবার সম্ভাবনা বেশি। আবার সাধারণ গার্মেন্টসের কাপড় দিয়ে বানানো পিপিই-ও যথার্থ পিপিই নয়! আবার পিপিই-র কোন অংশ কখন পরতে হবে, তার জন্য প্রশিক্ষণও দরকার! না জেনে বুঝে পিপিই ব্যবহার কোনো কাজে আসে না।

 

শনাক্তকৃত রোগী বা উপসর্গ আছে এমন কেউ আশেপাশে না থাকলে হাত ধোয়া ও দূরত্ব বজায় রাখাই যথেষ্ঠ!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: কানাডা প্রবাসী কমিউনিটি নার

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন