• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা থেকে মুক্তি কামনায় বরিশালের মসজিদে মসজিদে দোয়া

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২০, ২০২০, ১৫:৩৫ অপরাহ্ণ
করোনা থেকে মুক্তি কামনায় বরিশালের মসজিদে মসজিদে দোয়া

বিডি ক্রাইম ডেস্ক ॥ বিশ্বে মহামারী রূপ ধারণ করা করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সারা দেশের মতো বরিশালেও জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

 

মোনাজাতে বরিশাল ও বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

 

আজ শুক্রবার (২০মার্চ) নগরীর কসাই মসজিদ, এবায়েদুল্লাহ মসজিদ, পুলিশ লাইন মসজিদ, ব্রাউন কম্পাউন্ড মসজিদ, টিএন্ডটি মসজিদ, বগুড়া রোড মসজিদসহ অন্যান্য সকল মসজিদেও বিশেষ মোনাজাত হয়েছে।

 

জুমার নামাজের খুতবার পূর্বে করোনা ভাইরাস মোকাবেলায় মুসুল্লিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক আলোচনা পেশ করেন এসব মসজিদগুলোর ইমাম সাহেবেরা।

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এমআরএন