• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা: ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ
করোনা: ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ করোনাভাইরাসে ইতালিতে এক বাংলাদেশি (৫৫) মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় তিনি মারা যান। তিনি ইতালির মিলান শহরে বসবাস করতেন। তার দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়।

 

জানা যায়, ওই বাংলাদেশি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ যাবৎকালের রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩২ জন।

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন