• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনায় মৃতদের ৭০ ভাগ পুরুষ, অবাক বিজ্ঞানীরা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ
করোনায় মৃতদের ৭০ ভাগ পুরুষ, অবাক বিজ্ঞানীরা

বিডি ক্রাইম ডেস্ক॥ করোনাভাইরাসের কবলে মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনকে আগেই ছাড়িয়ে গিয়েছিল ইতালি। দেশটিতে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে যারা মারা গেছেন তাদের ৭০ শতাংশই পুরুষ! বিষয়টি বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলছে। তারাও এই রহস্যের সমাধান করতে পারছেন না। এছাড়া এই ভাইরাসে পুরুষরাই প্রথমে বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছেন। ইতালিতে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন। যাদের ৬০ শতাংশই আবার পুরুষ।

 

তবে প্রথমদিকে পুরুষদের মৃত্যুর হার আরও বেশি ছিল। প্রথমদিকে যারা মারা গেছেন তাদের ৮০ শতাংশ ছিল পুরুষ। এখন আবার নারীদের মৃত্যুর হার বাড়ছে। আর চীনে এই ভাইরাসে মৃতদের দুই তৃতীয়াংশই (৬৫%) পুরুষ।

বিজ্ঞানীরা বলছেন তারা বুঝতে পারছেন না কেন নারীদের মৃত্যু কম হচ্ছে এই ভাইরাসে। তবে বিজ্ঞানীদের মতে, নারীদের রোগপ্রতিরোধ ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী। আর নারীদের দীর্ঘমেয়াদি কোনো স্বাস্থ্যগত সমস্যাও কম থাকে। যে কারণে হয়তো নারীরা কম মারা যাচ্ছেন এই ভাইরাসের আক্রমণে। চীনের গবেষকরা বলছেন পুরুষরা ধুমপান ও মদপান করে বেশি। যে কারণে তাদেরকে সহজেই কাবু করতে পারছে করোনা ভাইরাস। সুতরাং বিশেষজ্ঞরা পুরুষদেরকে করোনাভাইরাস থেকে বেশি সাবধান থাকতে পরামর্শ দিয়েছেন।

 

শনিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত একদিনে ১৩৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৩৮৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫৩৩ জন।

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন