বিডি ক্রাইম ডেস্ক॥ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৬৯ জন। সারা বিশ্বে ৩ লাখ ৮ হাজার ৪৭৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৮২৮ জন।
সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারে’ প্রকাশিত তথ্য মতে, বিপর্যস্তের তালিকায় প্রথমে চীন হলেও দেশটির মৃত্যুহার ছাড়িয়ে গেছে ইতালি। চীনের মূল ভূখণ্ডে মহামারি আকার ধারণ করে করোনাভাইরাস প্রাণ নিয়েছে ৩ হাজার ২৫৫ জনের। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৪ জন।
আর ইউরোপের দেশ ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৮২৫ জন। সব রেকর্ড ভেঙে এক দিনেই ৭৯৩ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৭৮ জন।
ইতালির পর আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৮৮ জন। মারা গেছেন ৩৪৮ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে ইতালির পরের অবস্থানে আছে ইরান। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৬ জনের।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৯৬ জন। আর প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৮১ জন। এরপর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জার্মানিতে। জার্মানিতে মৃতের সংখ্যা ৮৪ হলেও আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৬৪ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে,এই ভাইরাসে মৃত্যুর হার ৩ দশমিক ৪ শতাংশ। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২১ দশমিক ৯ শতাংশ মানুষের বয়স ছিল ৮০ বছরের উপরে। ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের এই ভাইরাসে মৃত্যুর হার ০ দশমিক ৪ শতাংশ।
বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন