র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প এর বিশেষ টহল টিম শুক্রবার বিকেল ৩ ঘটিকা হতে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত পটুয়াখালীর মির্জাগঞ্জ, সুবিদখালি ও বরগুনার বেতাগী এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালিত করেছেন।
করোনা ভাইরাস এর সংক্রমণ সংক্রান্তে সাধারণ মানুষকে সচেতন করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করে এলিট ফোর্স র্যাব ৮। করোনা প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে এসময় সচেতন করা হয়। এছাড়াও জনসমাগম এড়িয়ে চলার ব্যাপারেও সবাইকে সচেতন করেছে র্যাব-৮।
জরুরী সেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকানপাট ব্যাতিত অন্যান্য দোকান পাট বন্ধ করার ব্যাপারেও জনসাধারণকে উদ্ভুদ্ধ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতনতার অংশ হিসেবে এই বিশেষ কার্যক্রম পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় চলমান থাকবে বলে জানিয়েছেন র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জনাব মোঃ রইছ উদ্দিন।