• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনার প্রভাবে তৃতীয় দিনের মতো অবরুদ্ধ শিবচর

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ১২:৫২ অপরাহ্ণ
করোনার প্রভাবে তৃতীয় দিনের মতো অবরুদ্ধ শিবচর

বিডি ক্রাইম ডেস্ক॥ তৃতীয় দিনের মতো অবরুদ্ধ রয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা। এর মধ্যে চারটি এলাকাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রশাসন ও পুলিশের সদস্যরা। ফলে পুরো শিবচর উপজেলায় কার্যত লকডাউন হয়ে আছে। এতে রাস্তাঘাটে নেই লোকজনের সমাগম, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অতিপ্রয়োজনীয় দোকানপাট ও ক্রেতারা আসছে না।

 

জানা গেছে, সম্প্রতি করোনায় বেশী ঝুঁকিতে রয়েছে শিবচর উপজেলার ৪টি এলাকা। ওই সমস্ত এলাকায় প্রবেশদ্বারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবচর জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। করোনার ঝুঁকি এড়াতে শিবচরে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন।

 

গত ১৯ মার্চ বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয় শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ১টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ১ টি গ্রামে কনটেইনমেন্ট ঘোষণা করে এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়। এসব এলাকায় ১৬টি পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে যেন কেউ এসব এলাকায় ঢুকতে না পারে। কিছু প্রয়োজন হলে পুলিশের সহযোগিতায় তা সংগ্রহ করছে।

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন