• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনার উৎসের সন্ধান মিলেছে, দাবি মার্কিন বিজ্ঞানীদের

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৩০, ২০২০, ১১:২০ পূর্বাহ্ণ
করোনার উৎসের সন্ধান মিলেছে, দাবি মার্কিন বিজ্ঞানীদের

বিডি ক্রাইম ডেস্ক॥ পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ইনফেক্সাস ডিজিজ ডায়নামিক্সের একদল বিজ্ঞানী করোনাভাইরাসের উৎস খুঁজতে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন। তিনটি আলাদা পদ্ধতি অনুসরণ করে করোনাভাইরাসের উৎস খোঁজার চেষ্টা চালিয়েছেন।

 

এই গবেষণার পর তাদের মত, বহুযুগ ধরেই বাদুড়ের শরীরে ছিল করোনাভাইরাস। পরে তা মানুষের শরীরে কোনওভাবে সংক্রমিত হয়েছে।

 

এই গবেষণায় দলের প্রধান ডঃ ম্যাকিয়েজ বনি জানিয়েছেন, এই গবেষণায় দেখা গিয়েছে হর্স শু (Horseshoe Bats) প্রজাতির বাদুড়দের মধ্যেই মূলত করোনার জীবাণুর অস্থিত্বের প্রমাণ মিলেছে। তাদের বিশ্বাস, বহুযুগ ধরেই ওই বাদুড়ের শরীরে করোনাভাইরাস ছিল।

 

এশিয়ায় এই ধরনের বাদুড়ই সবচেয়ে বেশি রয়েছে। তবে ঠিক কী ভাবে এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হল, তা জানতে এখনও গবেষণার প্রয়োজন।