• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনাভাইরাস থেকে রক্ষা নেই তরুণদেরও, সতর্কবার্তা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ
করোনাভাইরাস থেকে রক্ষা নেই তরুণদেরও, সতর্কবার্তা

বিডি ক্রাইম ডেস্ক॥ বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে বৃদ্ধদের মৃত্যু তুলনামূলক বেশি হলেও তরুণদেরও রক্ষা নেই বলে তাদের সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসুস। তিনি বলেন, করোনার বিরুদ্ধে তারা ‘অজেয় নয়’।

জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস গেব্রিয়াসুস বলেন, আজ, তরুণদের জন্য আমার একটি বার্তা আছে; এই ভাইরাসের কারণে আপনাদের কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে, এমনকি আপনাদের মেরেও ফেলতে পারে এই ভাইরাস।

তিনি আরও বলেছেন, এতে আপনি অসুস্থ না হলেও, আপনি কোথায় যাচ্ছেন সে সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে’।

এসময় তিনি বলেন, তাদের (তরুণ) আত্মসংযম বয়স্ক ব্যক্তিদের জীবন বাঁচাতে পারে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাসে ইতিমধ্যে ১১ হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে।

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন