• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা প্রতিরোধে জীবাণুনাশক দিয়ে সড়ক পরিচ্ছন্ন করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ১৮:৫৮ অপরাহ্ণ
করোনা প্রতিরোধে জীবাণুনাশক দিয়ে সড়ক পরিচ্ছন্ন করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বিডি ক্রাইম ডেস্ক ॥ করোনাভাইরাসে কাঁপছে বিশ্ব। চারিদিকে শুরু হয়েছে লকডাউন। এ অবস্থায় বাংলাদেশে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সরকার। এরই অংশ হিসেবে এবার মাঠে নামল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) নগরীর বিভিন্ন সড়কে জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে তারা।

 

এছাড়া নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধিন বিভিন্ন থানার উদ্যোগে মাইকিং করে এলাকাবাসীকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে বাসা থেকে বের না হওয়ার আহবান জানানো হয়।

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এমআরএন