• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনাভাইরাস : জুমার সুন্নত ও নফল নামাজ ঘরে পড়ার আহ্বান

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২০, ২০২০, ১৩:০৫ অপরাহ্ণ
করোনাভাইরাস : জুমার সুন্নত ও নফল নামাজ ঘরে পড়ার আহ্বান

বিডি ক্রাইম ডেস্ক॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য জুমার নামাজে সুন্নত ও নফল অংশ ঘরে পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারি আকার ধারণ করায় এর সংক্রমণ ঠেকাতে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো। ‘এছাড়া যারা ইতোমধ্যে বিদেশ থেকে এসেছেন তারা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সংস্পর্শে এসেছেন এমন সবাইকেই কোয়ারেন্টিন সময় শেষ না হওয়া পর্যন্ত মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বর্তমান অবস্থায় কোনো ধর্মীয় সমাবেশ আয়োজন না করার জন্যও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা ও করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন