সাকিব হাসান ॥ শিক্ষা শান্তি আর প্রগতির ধারা কে বুকে লালন করে সরকারী কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি পদে আলোচনায় এগিয়ে দক্ষিন বঙ্গের জেলা সাগরকন্যা পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী (উলানিয়া) ইউনিয়নের সন্তান আল মারুফ।
আল মারুফ এর বাবা রতনদীতালতলী ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি,ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি। ছোট ভাই রতনদীতালতলী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ।পারিবারিকভাবেই আওয়ামী মনা এই প্রার্থী স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।দলীয় সকল কর্মকান্ডে নিজেকে তখন থেকেই সম্পৃক্ত রাখতেন।
এ ব্যাপারে উলানিয়া বন্দর যুবলীগের সভাপতি মোঃ আরিফুজ্জামানের কাছে খোজ নিতে গেলে তিনি বলেন, “গোলাম মাওলা রনি যখন জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কে নিয়ে বিষোদগার শুরু করেন তখন রনির বিরুদ্ধে যে কজন ছাত্রলীগ, যুবলীগ কর্মী সোচ্চার ছিলেন তাদের মধ্যে মারুফ অন্যতম।নবম শ্রেনীতে পড়ালেখা করেও রনির এসব অনৈতিক কর্ম এবং বক্তব্যের প্রতিবাদ সহ সকল দলীয় কর্মকান্ডে সরব উপস্থিতি দেখা যেত।সেদিন ওর নাম দিয়েছিলাম স্লোগান মাষ্টার।”
আল মারুফ সরকারি কবি নজরুল কলেজে ভর্তি হয়েও ছাত্রলীগের ছায়াতলেই আশ্রয় খুজেছেন,নিজেকে জড়িয়ে রেখেছেন শিক্ষা,শান্তি আর প্রগতির মুলনীতিতে।তাই তো সে কবি নজরুল কলেজ ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এখন সহ সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন।আল মারুফের এলাকাবাসী আল মারুফকেই যোগ্য মনে করছেন আল মারুফের এসব ত্যাগী ও কর্মঠ নেতৃত্বের কারনে।
কবি নজরুল কলেজের কিছু ছাত্রদের সাথে মুঠোফোনে আল মারুফের এ যোগ্যতার প্রমান পাওয়া গেছে। আল মারুফ একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা,আসন্ন কবি নজরুল সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে যে কমিটি হবে সেখানে ক্লিন ও পরিশ্রমী ইমেজের ছাত্রনেতা বাচাই করা হলে মারুফ তাদের মধ্যে অন্যতম।
বিডি ক্রাইম/ মজিবর রহমান নাহিদ/ ডেস্ক