• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কবরে গেলেও বলব, নৌকায় ভোট দেন: শাহজাহান ওমর

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৪, ২০:০৪ অপরাহ্ণ
কবরে গেলেও বলব, নৌকায় ভোট দেন: শাহজাহান ওমর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া এ আঞ্চল আমি বিএনপির দুর্গ সৃষ্টি করেছিলাম।

নেত্রী শেখ হাসিনা এটি উপলব্ধ করেছে, কানে কানে বলেছেন, এখন এইটা উল্টা ঘুরাইয়া আওয়ামী লীগের দুর্গ গড়ে দাও। আমি করবো, আমার উপর তার যে আস্থা তার বরখেলাপ হবে না ইনশাল্লাহ।

এ আঞ্চলে আর নৌকার বাইরে কেউ এমপি নির্বাচিত হতে পারবে না। আমি কবরে গেলেও বলব, ওরে মাইনার দল তাড়াতাড়ি নৌকায় ভোট দে।

আজ সোমবার বিকেলে লেবুবুনিয়া মাদ্রাস মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি সম্পর্কে এই সাবেক বিএনপি নেতা বলেন, ‘আমি আগে একটি দলে ছিলাম সেই দলে আমার সিরিয়াল ছিল ১১, আমি কেন আওয়ামী লীগে আসছি জানেন, রাজনৈতিক দল যদি নির্বাচনে না করে, এই দল টেকে না।’

নির্বাচন নিয়ে বর্তমান আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘আগামী ৭ তারিখের নির্বাচনে সবাইকে কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে। কেন্দ্রে বসে সিল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যযেক্ষণ থাকবে। তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াবে।

সিল মারলে তারা ছবি তুলে ছড়িয়ে দেবে। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা যড়যন্ত্র চলছে। তাই ৫ পার্সেন্ট, ১০ পার্সেন্ট, ২০ পার্সেন্ট ভোট পড়লে এই নির্বাচন অবৈধ বলে বিদেশি গণমাধ্যম ও বিরোধী পক্ষ প্রচার করবে। তাই কমপেক্ষ ৬০ শতাংশ ভোট কাস্ট হতে হবে।

শাহজাহান ওমর আরও বলেন, ‘আপনারা একদিন ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় সিল মারুন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবায় করতে চাই। আমি আপনাদের সেবক হতে চাই।

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোবাহান খানে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা–কর্মীরা।