• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কথা দিয়েছি কথা রেখেছি ভবিষ্যতেও রাখবো ইনশাআল্লাহ-এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৯, ২০২৪, ১৭:১৬ অপরাহ্ণ
কথা দিয়েছি কথা রেখেছি ভবিষ্যতেও রাখবো ইনশাআল্লাহ-এমপি শাওন

আরশাদ মামুন, লালমোহন॥ ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বদরপুর, ফরাজগঞ্জ, ধলীগৌরনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন বলেন, আমি লালমোহন তজুমদ্দিন বাসিকে কথা দিয়েছিলাম এই এলাকার মানুষের সকল সুখে-দুখে বিপদ আপদ ঝড়-বৃষ্টি বন্যায় পাশে থাকবো। গত সকল বন্যা আইলাসহ সকল ঘূর্ণিঝড়ে আমি আপনাদের পাশে ছিলাম, এবারও আছি এবং ভবিষ্যতেও থাকবো। যতদিন বেঁচে থাকবো ততদিন এ এলাকার গরিব অসহায় মানুষের সেবা করেই যাব।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহবুব উল আলম, পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. রায়হান মাসুমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।