• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওপারে চলে গেলেন আব্দুল জলিল মীর

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২০, ২০২১, ১৭:৩৫ অপরাহ্ণ
ওপারে চলে গেলেন আব্দুল জলিল মীর

স্বপন কুমার ঢালী, বেতাগীঃ বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা , সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা, সদালাপী, সর্বদা হাস্যোজ্জ্বল, স্পষ্টভাষী ও বিনয়ী স্বভাবপ্রিয় এবং ধর্মপ্রাণ আলহাজ্ব মো. আব্দুল জলিল মীর আজ শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনীজনিত সমস্যা ভুগছিলেন। কৃষি কর্মকর্তা দায়িত্ব পালনকালে তিনি কৃষি সম্প্রসারণে ব্যাপক কাজ করেছেন।

চাকুরী থেকে অবসর গ্রহণের পর বিবিচিনি ইউনিয়নে সেবামূলক ব্যাপক কাজ করেছেন। তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী , এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ জুম্মা নামাজের পরে উপজেলা পরিষদ মসজিদে প্রথম জানাজা এবং আসর নামাজের পরে বিবিচিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফুলতলা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।