• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওজোপাডিকো থেকে পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেবার চেস্টায় বিক্ষোভ

admin
প্রকাশিত মে ৬, ২০১৮, ১১:২৮ পূর্বাহ্ণ
ওজোপাডিকো থেকে পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেবার চেস্টায়  বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল নগরীর উপকণ্ঠ চরবাড়িয়া ইউনিয়নের ৫টি গ্রামের বিদ্যুৎ সরবারহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেবার সীদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুরে ইউনিয়নের তালতলি বাজার থেকে ওই বিােভ মিছিলটি বের হয়। এরপর মহাবাজ এলাকায় এসে মিছিলটি শেষ হয়ে সড়ক অবরোধ করে এলাকাবাসী। মিছিলের নেতৃত্বে থাকা তারিকুল ইসলাম বলেন, আমরা শুরু থেকেই ওজোপাডিকোর অধীনে বিদ্যুৎ সেবা গ্রহন করছি। এখন আমাদেরকে পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেবার পায়তারা চালানো হচ্ছে। এ জন্য বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। এরপরও পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা নির্ধারনের চেস্টা করার প্রতিবাদে এলাকাবাসী বিােভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

মামলার বাদী চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ বলেন, আমরা শুরু থেকেই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন-২(ওজোপাডিকোর)এর অধীনে বিদ্যুৎ পেয়েছি। এখন ষড়যন্ত্র করে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর অধীনে নেয়ার চেস্টা করা হচ্ছে। তাই সাধারন মানুষের স্বার্থে মামলা দায়ের করেছি যাতে এ ষড়যন্ত্র সফল না হয়। তিনি বলেন, পল্লী বিদ্যুৎ কর্মীরা আমাদের এলাকায় তাদের সংযোগ দেবার চেস্টা করেছে। তাই এলাকার সকল জনগন একত্রিত হয়ে বিােভ করেছে। তাদের দাবি যে কোন মূল্য ওজোপাডিকোর অধীনে তারা থাকবেন।

মামলার অপর বাদী রফিকুল ইসলাম আকন বলেন, আমরা বরিশাল নগরের উপকণ্ঠে বসবাস করছি। শুরু থেকেই ওজোপাডিকো-২এর অধীনে বিদ্যুৎ সংযোগ ব্যাবহার করছি। এখন আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে বোর পায়তারা চালানো হচ্ছে। তাই সকলে এর প্রতিবাদে বিােভ করেছি। তিনি আরো বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি চরবাড়িয়া ইউনিয়ন তাদের অধীনে নেবার চেস্টা করে তবে বড় ধরনের অঘটন ঘটবে। কারন বিুদ্ধ জনতা এ সিদ্ধান্ত প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

মামলার আইনজীবি এ্যাডভোকেট ফনিভুষন দাস ও এ্যাডভোকেট গোলাম কবির বাদল বলেন, গত ১৯ এপ্রিল চরবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ আরো ৫ বাসিন্দা এবং ২৩ এপ্রিল রফিকুল ইসলাম আকনসহ আরো ৫ বাসিন্দা বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন। যার নং দেওয়ানী মোকদ্দমা ১১০/২০১৮ এবং ১১৬/২০১৮। ওই মামলায় বিবাদী করা হয় ওজোপাডিকো-২ এর নির্বহী প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, ব্যাবস্থাপনা পরিচালক ওজোপাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যাবস্থাপককে। মামলার এজহারে উল্লেখ করা হয় বিদ্যু জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এর বিদ্যুৎ বিভাগ সমন্বয়-২ শাখা গত ২৭ মাচ একটি পরিপতত্র জারি করে। যেখানে উল্লেখ করা হয় বরিশাল সিটি কর্পোরেশনের উপকণ্ঠ চরবাড়িয়া ইউনিয়নের চরবাড়িয়া গ্রাম, চরআবদানী গ্রাম, কাগাশুরা গ্রাম, সাপানিয়া গ্রাম ও রাড়ীমহল গ্রাম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন এর অধীনে বিদ্যুৎ সরবারহ করা হতো। কিন্তু এখন ওই এলাকাসমুহে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিদ্যুৎ সরবারহ করবে। মন্ত্রনালয়ের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে ওই এলাকাগুলোতে প্রায় ২০ হাজার লোকের বসবাস। যারা শুরু থেকেই ওজোপাডিকোর অধীনে বিদ্যুৎ সেবা নিতো। এখন তাদের পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেবার চক্রান্ত করা হয়েছে।