জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলোর পেছনে কোনো নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে মনে হয়, এটা দিবে, ওটা দিবে- এমন এলোমেলোভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছে।”
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগীয় তিন দিনের সাংগঠনিক সফরে পিরোজপুরে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “মাইক মার্কা, মোবাইল মার্কা, ট্রাইপড মার্কা, সূর্য মার্কা- সবই তারা এলোমেলোভাবে অন্তর্ভুক্ত করছে। কিছুদিন আগে ‘শাপলা’ বাদ দিয়ে আবার ‘বেগুন’ অন্তর্ভুক্ত করেছে, কিন্তু কোন নীতিমালার ভিত্তিতে করেছে তা জনগণ জানে না। গতকাল আবার দেখলাম ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে- কিন্তু সেটাও কোন নীতির ভিত্তিতে তা স্পষ্ট নয়।”
তিনি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি ব্যক্তির ইচ্ছায় নয় বরং নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তা আধুনিক মানদণ্ডের পরিপন্থী ও স্বেচ্ছাচারিতার শামিল।”
তিনি আরও বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন তাদের নীতিমালা প্রকাশ করুক। কোন নিয়মের ভিত্তিতে প্রতীক (মার্কা) অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া হচ্ছে, সেটি জনগণের জানার অধিকার।” পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলার প্রধান সমন্বয়কারী মো. মশিউর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা প্রমুখ।