• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় পার্টির চেয়ারম্যান

এরশাদের সুস্থতা কামনায় বরিশালের মসজিদে মসজিদে দোয়া

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ১৮:১৫ অপরাহ্ণ
এরশাদের সুস্থতা কামনায় বরিশালের মসজিদে মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় বরিশাল নগরীর বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বাদজুমা নগরীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মহানগর ও জেলা জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ অংশগ্রহণ করে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনা করেন।

বায়তুল মোকাররম মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। মোনাজাতের আগে বক্তৃতায় তিনি এরশাদের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান। একইভাবে প্রতিটি মসজিদে জাতীয় পার্টির নেতারা দলের চেয়ারম্যানের রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।