• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এমপি শম্ভু যাবেন, তাই আধঘণ্টা পর ছাড়ল ফেরি

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪, ১৮:০৭ অপরাহ্ণ
এমপি শম্ভু যাবেন, তাই আধঘণ্টা পর ছাড়ল ফেরি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। এবার ঘাটে আসতে দেরি করায় নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে ছেড়েছে পুরাকাটা-আমতলী ফেরি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরগুনা সওজ’র তথ্যমতে, বরগুনার পুরাকাটা ঘাট থেকে বেলা ২টায় আমতলী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার কথা। খবর আসে ভোটের প্রচারণায় যাবেন সংসদ সদস্য। তার গাড়িবহর ঘাটে আসতে আসতে ৩০ মিনিট দেরি হওয়ায় বেলা আড়াইটায় ফেরি ছেড়ে যায়।

হুমায়ুন কবির নামে ফেরির এক যাত্রী বলেন, ‘আজ (বুধবার) বেলা ২টার ফেরি নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে আড়াইটার দিকে ঘাট ত্যাগ করেছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কারণে আধঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই বিরক্তিকর ব্যাপার।

স্বতন্ত্র প্রার্থীকে শম্ভুর পক্ষের সেই চেয়ারম্যানের প্রতিশোধ নেওয়ার হুমকিস্বতন্ত্র প্রার্থীকে শম্ভুর পক্ষের সেই চেয়ারম্যানের প্রতিশোধ নেওয়ার হুমকি
ঘাটের ইজাদারের পরিদর্শক আসাদুজ্জামান পলাশ বলেন, ‘ফোন করে আমাকে বলা হয়েছে, এমপি সাহেব ঘাটে না যাওয়ার পর্যন্ত ফেরি না ছাড়তে। তার গাড়িবহর ঘাটে আসতে আড়াইটা বেজে যায়। এরপরই আমরা ফেরি ছেড়ে দেই।

তিনি আরও বলেন, ‘এমপি সাহেব পার হবেন, তার কথা তো শুনতেই হয়।’

এ বিষয়ে কথা বলতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।’