• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এমপি টিপুর ছেলে পরিচয়ে ভিসার আবেদন!

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৭, ১৭:২৩ অপরাহ্ণ
এমপি টিপুর ছেলে পরিচয়ে ভিসার আবেদন!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের ছেলে এবং ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাপান দূতাবাসে ভিসার আবেদন করেছে দুই যুবক। অথচ সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতানের কোনও ছেলেসন্তান নেই। তাছাড়া ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে যে নামে ভিসার আবেদন করা হয়েছে, সে নামেও ওই সংসদ সদস্যের কোনো ব্যক্তিগত সহকারী নেই। বিষয়টি জেনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন এমপি শেখ মো. টিপু সুলতান। সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতানের ছেলের পরিচয়ে নূরনবী সুলতান নামের এক ব্যক্তি জাল পাসপোর্ট তৈরি এবং এমপি টিপুর প্যাড ব্যবহার করে ঢাকাস্থ জাপান দূতাবাসে ভিসার আবেদন করে সম্প্রতি। একইভাবে এমপি টিপুর ব্যক্তিগত সহকারী সেজে নাহিদ তালুকদার নামের এক ব্যক্তি টিপুর স্বাক্ষর জাল ও জাতীয় সংসদের প্যাড ব্যবহার করে একই দূতাবাসে ভিসার আবেদন করে। এ ব্যাপারে জানতে চাইলে টিপু সুলতান সমকালকে বলেন, ছেলে ও ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে যে দু’জন জাপান দূতাবাসে আবেদন করেছে তাদের তিনি চেনেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি তাকে জানানো হলে তিনি গত বুধবার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে এ ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে আশঙ্কায় পুরো বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং কঠোর বিচার দাবি করেছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন। বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার ফরহাদ সরদার।