filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 37;
আমতলী প্রতিনিধি॥ আমতলীতে সাইক্লোন রেডিনেস কমিউনিটি প্রিপ্রারেডনেস- সি আরসিপি প্রকল্পের এক অবহিত করন সভা বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
নজরুল স্মৃতি সংসদ- এনএসএস স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় এ সভার আয়োজন করে। বুধবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এন এস এস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতরী সরকারী কলেজের (অবঃ) প্রভাষক মো. আনোয়ার হোসেন আকন, আমতলী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর উপ পরিচালক মো. আসাদুজ্জামান খান,উপজেলা শিক্ষা অফিসার মো. শফিউল আলম. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,
কৃষি রেডিও স্টেশন ম্যানেজার শেখ মো. হাবিবুর রহমান, আমতলী উপজেলা ডেভেলপমেন্ট অফিসার মো. মাঈনুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ. আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খোকন প্রমুখ । সভায় সরকারী কর্মকর্তা শিক্ষক স্থানীয় নেতৃবৃন্দসহ ৪০ জন অংশগ্রহন করেন।