• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখনো ডিম আসেনি ইলিশের পেটে, নিষেধাজ্ঞা পেছানোর দাবি

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১৭:৫৫ অপরাহ্ণ
এখনো ডিম আসেনি ইলিশের পেটে, নিষেধাজ্ঞা পেছানোর দাবি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ এখনো ডিম আসেনি ইলিশের পেটে। তাই সরকারি নির্ধারিত ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বড় মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুরের জেলে ও ব্যবসায়ীরা।

সরকারের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে মৎস্য ব্যবসায়ীরা এ দাবি তুলে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মহিপুর বন্দর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির হলরুমে সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- মহিপুর বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি মাসুম ব্যাপারী, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। এছাড়া বন্দরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি মাসুম ব্যাপারী বলেন, কোনো ইলিশের পেটে এখন পর্যন্ত ডিম আসেনি। ১২ অক্টোবর নিষেধাজ্ঞা শুরু হলে ইলিশ মাছের প্রজনন বৃদ্ধিতে সরকারের নেওয়া পদক্ষেপ ভেস্তে যাবে। তাই ১২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর থেকে থেকে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের দাবি জানাচ্ছি।