• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখনও শঙ্কামুক্ত নন দগ্ধ ঢাকার দুই সাংবাদিক

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯, ১২:৪৯ অপরাহ্ণ
এখনও শঙ্কামুক্ত নন দগ্ধ ঢাকার দুই সাংবাদিক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অগ্নিদগ্ধ জাগো নিউজ-এর বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন এবং এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন এখনও শঙ্কামুক্ত নন। আগুনে তাদের দু’জনেরই শ্বাসনালী ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশব্যাপী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ও ঢামেক বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, দু’জনের শারীরিক অবস্থা মোটামুটি, তবে ভালো আছে তা বলা যাবে না। আগুনে দু’জনেরই শ্বাসনালী ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা তাদের সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গতকাল মঙ্গলবার (২৩ জুলােই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় তারা দু’জন আহত হন। ঘটনার পর ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাওয়া দগ্ধ ফজলুল হক শাওন জানান, সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় দোকানের ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দু’জনের মুখমণ্ডলসহ দুই হাত অগ্নিদগ্ধ হয়েছে। শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।