• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এইচএসসি ও সমমানের ফলাফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২২, ১৭:৩১ অপরাহ্ণ
এইচএসসি ও সমমানের ফলাফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে

বিডি ক্রাইম ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফলাফল আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১১ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির যেদিন প্রধানমন্ত্রী অনুমোদন করবেন সেদিনই এই ফল প্রকাশিত হবে।