বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই বরিশালে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণির পাঠদান কার্যক্রম।
বুধবার (১ জানুয়ারি) উৎসব ছাড়াই কয়েকটি শ্রেণির কিছু বই বিতরণ করা হয়েছে। পাশাপাশি পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে। এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম হয়। প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে। তবে সবগুলো বই এখনও এসে পৌঁছায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফলে যা এসে পৌঁছেছে সেটুকুই বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জানুয়ারি মাসের মধ্যে সবার হাতে সব বই পৌঁছাবে বলেও জানান তারা।
বুধবার সকালে নগরীর বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণের মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কিছু বই এসেছে। ১ জানুয়ারি বই দেওয়া হয়েছে। তবে উৎসব হয়নি। দ্রুত বাকি বই চলে আসবে বলে জানান তিনি।
এদিকে বরিশাল বিভাগের ৬ জেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও মাদরাসার ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে ১ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৯৪৫টি। ১৫ লাখ ৭৩ হাজার ২৬৮ শিক্ষার্থীকে বিতরণের কথা রয়েছে এসব বই।