• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে এমপি শাওনের দুই লক্ষ টাকা অনুদান প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩০, ২০২৪, ১৯:২৩ অপরাহ্ণ
উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে এমপি শাওনের দুই লক্ষ টাকা অনুদান প্রদান

আরশাদ মামুন, লালমোহন॥ লালমোহন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অনুদানের টাকা পেয়েই তা দ্রুত বিল বাবদ জমা প্রদান করেন লালমোহন ইসলামি ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ আল মামুন।

সূত্র জানায়, লালমোহন উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রের কয়েক লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়ে যায়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে অবহিত করা হয়।

এর পরপরই ওই প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল বাবদ দুই লক্ষ টাকা ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন এমপি শাওন।

অনুদানের টাকা পেয়েই বিষয়টি নিশ্চিত করে ইসলামি ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ আল মামুন জানান, উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রের বিদ্যুৎ বিল বকেয়া হয়ে গেলে মাননীয় এমপি মহোদয়কে অবহিত করা হয়।

এর পরপরই মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। যার ফলে আমরা মাননীয় এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।