• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উপজেলা নির্বাচন: ঝালকাঠিতে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৯, ২০২৪, ১৪:২০ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: ঝালকাঠিতে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে রাজাপুর উপজেলার কেওতা কেন্দ্রে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

এছাড়া কাঠিপাড়া কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় প্রার্থীর এক এজেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচনে দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ২৬ জন। এরমধ্যে রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।

আর কাঁঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।