আরশাদ মামুন : লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইউপি চেয়ারম্যান পদ থেকে দুই চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন লালমোহন কালমা ও চরভূতা ইউনিয়নের দুই চেয়ারম্যান।
বুধবার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. তৌহিদুল ইসলাম এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। উপজেলা পরিষদ নির্বাচন এর জন্য কালমা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার ও চরভূতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আকতারুজ্জামান টিটব এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্র গৃহিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারন করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।