লালমোহন প্রতিনিধি॥ লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষিবিদ আলহাজ্ব আকতারুজ্জামান টিটব।
সদ্য চরভূতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়া আক্তারুজ্জামান টিটবের রাজনৈতিক ময়দান থেকে সাধারণ মানুষের মাঝে আলাদা গ্রহনযোগ্যতার পাশাপাশি জনপ্রিয়তা বিবেচনায় অন্যতম অবস্থানে রয়েছেন।
চরভূতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সাধারণ মানুষের প্রকৃত সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার ফলে উপজেলা ব্যাপী একজন সফল জনপ্রতিনিধি হিসেবে নিজেকে আসীন করেছেন আকতারুজ্জামান টিটব। পারিবারিক ঐতিহ্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত, অর্থ বিত্ত আর সর্ম্মাণের ক্ষেত্রে কোথাও পিছু টাণ না থাকার ফলশ্রুতিতে আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব আক্তারুজ্জামান টিটবের জনপ্রিয়তার অপ্রতিরোধ্য গতির কাছে ভোটের মাঠে সকল সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনার বাতাস ভাড়ী হচ্ছে বলে জানান সাধারণ ভোটাররা।
ভোটের মাঠে আকতারুজ্জামান টিটব সমর্থকদের ভাষ্য, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ইনশাআল্লাহ আগামী ২৯ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে সব হিসাব বদলে জনগণের ভোট বিপ্লবে বিজয়ের হাসিঁ হাসবেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান টিটব।