আরশাদ মামুন : লালমোহন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন হাওলাদারের শালিক পাখি মার্কার বিজয় সুনিশ্চিতে পৌরসভা ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারীর নেতৃত্বে প্রচার প্রচারণা গনসংযোগে সরব ওয়ার্ড দলীয় নেতা-কর্মীরা। প্রতীক বরাদ্ধের পর থেকেই প্রচার প্রচারণা গনসংযোগ চালাচ্ছে পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ। প্রচার প্রচারণা গনসংযোগের ধারাবাহিকতায় শুক্রবার কাক ডাকা ভোরে ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে শালিক পাখি মার্কায় ভোট দেওয়ার আহবান জানান কামরুল আলম মাজেদ পাটোয়ারী ।
পৌরসভা ৮নং ওয়ার্ডের দালাল বাড়ির দরজাসহ বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আক্তার হোসেন হাওলাদারের পক্ষে গনসংযোগ করা হয়। এসময় আগামী ২৯ মে শালিক পাখি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানিয়ে৬ছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ দলীয় নেতৃবৃন্দ। পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারী দল কিংবা দলীয় যে কোন কর্মসূচিতে রাজনীতির মাঠে সরব উপস্থিতি নিশ্চিত করেন। বিশেষ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনসহ সব সময় নিরলস কাজ করছেন।
তার ওই সময়কার কর্মকান্ড ও দলের প্রতি আন্তরিকতা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। আসন্ন উপজেলা নির্বাচনে আক্তার হোসেনের শালিক পাখি মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রচার প্রচারণা গনসংযোগে সাধারণ মানুষের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে।