বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের কাছে বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়ার ট্রলারের সব জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারটি ভেসে গেছে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক জাহাঙ্গীর মাতুব্বর জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় জেলেরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। কিন্তু এসময় ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়। পাশে থাকা অন্য একটি ট্রলার জেলেদের উদ্ধার করে।
উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।