• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুর ৪টি ভোট কেন্দ্রের ও কেন্দ্রে থাকা আ’লীগ নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪, ১৮:২৩ অপরাহ্ণ
উজিরপুর ৪টি ভোট কেন্দ্রের ও কেন্দ্রে থাকা আ’লীগ নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নাজমুল হক মুন্না ,উজিরপুর ॥ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৩ টি ও শিকারপুর ইউনিয়নে মুন্ডপাশা ১টি সহ মোট চারটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় ও নিরাপত্তা কর্মীদের তাৎক্ষনিক হস্তক্ষেপে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ভোটকেন্দ্র ৪টি।

৬ই জানুয়ারি সকালে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা, ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভোট কেন্দ্র থাকা ওয়াড আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির জাকির হোসেনের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এতে মোটরসাইকেলটি পুড়ে যায়। মোটরসাইকেল মালিক জাকির হোসেন জানিয়েছেন রাতে ভোট কেন্দ্র পাহারা দিয়ে খুব সকালে একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। অপরদিকে শিকারপুর ইউনিয়নের ৮৮ নং মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বামরাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগেরসাধারণ ও ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান,আনুমানিক ভোর ৬:৩০ মিনিটে সময় চোরা গুপ্তা ভাবে অগ্নিসংযোগ করে, এ সময় আমাদের এক নেতার স্কুলে রাখা মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার জানান, বিষয়টি বিএনপি জামাতের কান্ড, ভয় দেখিয়ে লাভ নাই আগামীকালকে সুষ্ঠুভাবে আমাদের নির্বাচন হবে এবং জনগণ অংশগ্রহণ করবেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ জানিয়েছেন, গভীর রাতে দুর্বত্তরা উপজেলার হস্তিশুন্ড ইনস্টিটিউট কেন্দ্রের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে পেট্রোল দিয়ে আগুন দেয়। একই সময় সানুহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে পাট কাঠি দিয়ে আগুন দেয়ার চেষ্টা চালায়। নিরাপত্তা কর্মীদের কারনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।