বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সন্মানিত খতিব, ইমাম ও আলেম ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এছাড়া থানা জামে মসজিদের ইমাম মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ জহিরুল ইসলাম সাগর, উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীলসহ ইমাম ও আলেম ওলামাগন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সন্ত্রাস জঙ্গিবাদ নিরসনের লক্ষ্যে বিশদ আলোচনা করেন এবং সমাজ থেকে সকল অপকর্ম নির্মূল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার হওয়ার আহবান জানান। এছাড়াও সকল ইমামদের ইসলামি প্রতিটি আলোচনা সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা মূলক আলোচনা করার পরামর্শ দেন।