• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী-ছেলে

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী-ছেলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ব‌রিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় সুলতানা বেগম (২২) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও দুই বছরের ছেলে আহত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে উজিরপুর উপজেলার আটিপাড়া সড়ক ও ব‌রিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা বেগম (২২) শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নমাসর গ্রামের রাজু চৌ‌কিদারের স্ত্রী। এছাড়া আহতরা হলেন- স্বামী রাজু চৌকিদার (২৭) ও তাদের ছেলে আয়ান (২)।

স্থানীয় ও পু‌লিশের সদস্য জানান, হতাহতরা শ‌রিয়াতপুর থেকে মোটরসাইকেলযোগে কুয়াকাটা যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সড়কের সংযোগস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে যান তারা। পরে স্থানীয়রা ‌তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করেন। তার স্বামী ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‌) শেখ বেল্লাল হোসেন জানান, হতাহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।