নাজমুল হক মুন্না, উজিরপুর ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোলক ইউনিয়নে লেবু ছেড়ার অপরাধে এক পাগলীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে ।
স্থানীয় সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রব খানের পুত্র মোঃ এলাহি খান(৪৫),২৯ মার্চ বুধবার সকাল ৮টায় এক মানুষিক ভারসাম্যহীন নারী (পাগলী)তার ফলের বাগান ঢুকে লেবু ও কাঠালের মুচি ছিড়ে ফেলার অভিযোগ তুলে ওই পাগলীকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে । হামলায় পাগলীর হাত,পা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এসময় তার ডাকচিৎকার স্থানীয়রা জড়ো হলে ওই ব্যবসায়ী চলে যান। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পল্লি চিকিৎসক ভবতোষ দাসের নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
উল্লেখ্য, শোলক বাজারে মানুষিক ভারসাম্যহীন ঐ নারী (পাগলী) ১০/১২ দিন ধরে অবস্থান করেছেন। সে দিনে বাজার সহ আশেপাশের বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে মানুষের কাছে খাবার চেয়ে খায় এবং রাতে বাজারের টোল ঘরে ঘুমিয়ে থাকে বলে বাজারে একাধিক ব্যবসায়ী জানান। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীর বিরুদ্ধে বিচারের দাবীতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। এ ব্যপারে অভিযুক্ত ব্যবসায়ী এলাহি খান বলেন তার গাছের লেবু ও কাঠাল গাছের মুচি ছিড়ে ফেলেছে তাই ওই পাগলীকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে। যাতে করে ভবিষ্যতে ফল ও সবজির কোন ক্ষতি না হয়। শোলক বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান বলেন বিষয়টি লোকমুখে শুনেছি তবে কোন পাগলকে মারধর করা আইন সম্মত নয়। তিনি আরো বলেন পাগলকে মারধর করা বোকামী ছাড়া আর কিছু নহে। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।