• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১৫:৫৪ অপরাহ্ণ
উজিরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের  আত্মহত্যা

নাজমুল হক মুন্না:  জেলার  উজিরপুর উপজেলায়  গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায় ৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় উজিরপুর উপজেলার পৌর সদরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সবজি বিক্রেতা মোঃ নুর ইসলাম হাওলাদার(৬৫) নিজ বসত ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় বাড়িতে কেহ ছিলনা বলে তার পরিবার জানান। স্থানীয়রা জানান  ২ বছর পূর্বে তিনি স্টক করেন এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান নিহতের পরিবারের কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।