• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদের সকালেই কোরবানি হল নারায়ণগঞ্জের রাকিব!

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৯, ১৩:২৬ অপরাহ্ণ
ঈদের সকালেই কোরবানি হল নারায়ণগঞ্জের রাকিব!

বিডি ক্রাইম ডেস্ক ॥
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের সকালে কোরবানি হয়ে গেল ২০ বছরের রাকিব। ‘আজহা’ অর্থ কোরবানি বা উৎসর্গ করা। কিন্তু কোরবানি হয়ে গেল এক তাজা প্রাণ।

সোমবার (১২ আগস্ট) ভোরে থানার পাগলা রেলস্টেশন এলাকায় রাকিবকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা।

বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হত্যাকাণ্ডের সময় রাকিবের সঙ্গে তাঁর বন্ধুও ছিলেন। আবদুল্লাহ জানিয়েছেন, সকালে পাগলা বাজার থেকে কেনাকাটা করে রিকশায় রাকিবের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। রেলস্টেশন এলাকায় পৌঁছালে স্থানীয় গিয়ার মানিকসহ ৪-৫ জন রিকশা অবরোধ করে।

দুর্বৃত্তরা নাকি আবদুল্লাহকে রিকশা থেকে নামিয়ে চোর বলে তাঁর পিছু ধাওয়া করে। কিছুসময় পর তিনি এসে দেখেন বন্ধুর রক্তাক্ত মৃতদেহ লুটিয়ে আছে মাটিতে!

রাকিব শরীয়তপুর জেলার নয়াপাড়ার নড়িয়ার বাসিন্দা। পিতা নওশেদ বেপারীর একমাত্র পুত্র ছিলেন তিনি।

মূলত কি কারণে রাকিবকে খুন করা হল, সে বিষয়ে প্রাথমিক ভাবেও কিছু জানা যায়নি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনায় অনেকেই মন্তব্য করছেন, “বরগুনার রিফাত শরিফ হত্যাকাণ্ডের পর-পরই দেশে একে একে হয়ে চলেছে কুপিয়ে খুন। বাংলাদেশে সঠিক আইন তথা নাগরিক সুরক্ষা বলতে কিছুই নেই, প্রধানমন্ত্রীর উচিৎ জনসাধারণের সুরক্ষার প্রতি দৃষ্টিপাত করা”।