• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইয়াবা মরফিন সহ হান্নু কমিশনারের মেয়ে বর্ষ আটক

admin
প্রকাশিত মে ১০, ২০১৮, ০৬:১৯ পূর্বাহ্ণ
ইয়াবা মরফিন সহ হান্নু কমিশনারের মেয়ে বর্ষ আটক

নিজস্ব প্রতিবেদক।।
ইয়াবা,মরফিন সহ সাবেক কাউন্সিলর হান্নুর মেয়ে ফাবিহা মিনহা বর্ষ কে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর ফলপট্টি মোড় থেকে ১০ পিচ ইয়াবা ও ২ টি মরফিন ইনজেকশন সহ বর্ষ কে আটক করে কোতয়ালি মডেল থানার এস আই মহিউদ্দিন (পিপিএম)। এস আই মহিউদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে বর্ষ ‘র ব্যাগে ইয়াবা ও মরফিন পাওয়া যায়। এর আগেও একাদিক বার মাদক নিয়া আটক হয় বর্ষ ও হান্নু কমিশনারের অপর দুই কন্যা। এ ঘটনা এস আই মহিউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।