নিজস্ব প্রতিবেদক।।
ইয়াবা,মরফিন সহ সাবেক কাউন্সিলর হান্নুর মেয়ে ফাবিহা মিনহা বর্ষ কে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর ফলপট্টি মোড় থেকে ১০ পিচ ইয়াবা ও ২ টি মরফিন ইনজেকশন সহ বর্ষ কে আটক করে কোতয়ালি মডেল থানার এস আই মহিউদ্দিন (পিপিএম)। এস আই মহিউদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে বর্ষ ‘র ব্যাগে ইয়াবা ও মরফিন পাওয়া যায়। এর আগেও একাদিক বার মাদক নিয়া আটক হয় বর্ষ ও হান্নু কমিশনারের অপর দুই কন্যা। এ ঘটনা এস আই মহিউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।