রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- শামসুল আলম (২৭), মোয়াজ্জেম হোসেন ওরফে আবুল কালাম (৪০) ও মেজবা মীর (২৩)। এ সময় ৫টি মোবাইলফোন ও মাদক বিক্রির নগদ ২৩ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।