• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইস্কন নিষিদ্ধ ও আইনজীবি হত্যা বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ১৯:১৪ অপরাহ্ণ
ইস্কন নিষিদ্ধ ও আইনজীবি হত্যা বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

বিডি ক্রাইম ডেস্কঃ
বরিশালে আইনজীবী এবং ছাত্রদের বিক্ষোভ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি পন্থি আইনজীবীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় আদালত চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি করেন তারা। পরে তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন।

 

এসময় তারা বলেন, ইস্কনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইস্কন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পিছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এদেরকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা।

 

এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বিক্ষোভ করে।

 

 

এছাড়াও মঙ্গলবার রাত ও বুধবার সকালে কয়েক দফায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা।