• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামিক ফাউন্ডেশনে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৪, ১৯:১০ অপরাহ্ণ
ইসলামিক ফাউন্ডেশনে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ ও  মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আরশাদ মামুন: লালমোহনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার মাসিক সমন্বয় সভা ও সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথি উক্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ইমাম সাহেবদেরকে অবহিত করার পাশাপাশি সকলকে আরো আন্তরিক ভাবে স্ব স্ব দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। এসময় তাৎক্ষণিক দুজন ইমাম উক্ত স্কীমে রেজিষ্ট্রেশন করেন। পর্যায়ক্রমে সকলেই উক্ত স্কীমে অন্তর্ভুক্ত হবেন বলে জানান। সভায় ইসলামি ফাউন্ডেশনের লালমোহন উপজেলার সকল ইমামগনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।