• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ১৪:৪৭ অপরাহ্ণ
ইসলামপুরে মিথ্যা মামলায় হয়রানি শিকার
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরশহরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পালিত ভাইয়ের মামলা হয়রানি অভিযোগ উঠেছে ।
জানায়ায়, পৌর শহরে টংগের আলগা উওরপাড়া গ্রামের মৃত্যু আব্দুল কুদ্দুসের নিজ ঔরুষের সন্তান মবেদ আলী,জবেদ আলী সাথে পালিত ভাই জাফর আলী দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পায়তারা করছেন।
গত ৯ ফেব্রুয়ারী জাফর আলী বাদি হয়ে বিঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর এর পিটিশন মোকদ্দমা নং-৮৮/২০২৪ অভিযোগে হয়রানি শিকার।
মবেদ আলী বলেন, আমার বাবা,মা মারা গেছেন।
আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে আমার বাবা-মা হীস্যা মুল্য ঔ জমিতে বসবাস করে আসচ্ছি।
আমার বাবা জীবিত থাকা কালিন পালিত ভাই জাফর আলীকে হেবা বেলাওয়াজ দলিল মুলে ১০ শতাংশ জমি দেন। জমি দলিল নং,১৭০৫ সন,১৯৮২। এবং আলাদা বসতভিটা করেদেন।
আমরা যে জমিতে বসবাস করছি হঠাং করে পালিত ভাই জাফর আলী জমি দাবি করেন। খোঁজ নিয়ে জানতে পারি জাফর আলী নামে দলিল রয়েছে। যাহার দলিল নং,৪৪৪৮ সন ১৯৯৩।
মৌজা টংগের আলগা,সাবেক দাগ,২৯৫ হাল দাগ নং ১৯৫ এই দাগে ১২ শতাংশ জমি ক্রয় করেন জাফর আলী।
তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় দলিল কৃত সম্পত্তি না নিয়ে অন্য দাগে জমি জোরপূর্বক দখলের পায়তারা করে করচ্ছেন।
উল্টো আমাদের পরিবারের উপর মিথ্যা মামলা আদালতে দায়ের করেন।
আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসিতেছে। মৌজা,টংগের আলগা,যাহার খতিয়ান নং ৮৩ দাগনং,৭৬৮।
এ ব্যাপারে জাফর আলী সঙ্গে কথা বলা চেষ্টা করলে জাফর আলী কথা বলা অনিচ্ছুক প্রকাশ করেন।