• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি তথ্যমন্ত্রীর পদত্যাগ

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৩, ২০:১৭ অপরাহ্ণ
ইসরায়েলি তথ্যমন্ত্রীর পদত্যাগ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

তিনি বলেছেন, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমার প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই।

নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী লিকুদ পার্টির একজন সদস্য। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, আমি নেসেট (সংসদ) থেকে আপনার (নেতানিয়াহু) সেবা করতে ফিরে যাচ্ছি।